মিসির আলী
সাইকোলজি বিভাগের পার্টটাইম অধ্যাপক।
মিসির আলী
Identity: সাইকোলজি বিভাগের পার্টটাইম অধ্যাপক।
Background: মিসির আলি হচ্ছে একজন যুক্তিবিদ। যিনি সব কিছু বৈজ্ঞানিক মনে করেন। মানে তিনি মনে করেন পৃথিবীতে আলোকিত বা অবাক করে দেওয়ার মতো কিছু নেই। অনেকটা বলতে গেলে নাস্তিক টাইপের মানুষ হচ্ছে মিসির আলি। মিসির আলি একাকী জীবনযাপন করেন। মাঝে মাঝে "মিসির মিক্সচার" নামের খিচুড়ি টাইপ একটি খাবার রান্না করে খান।মিসির আলি রহস্য সমাধান করতে পছন্দ করেন। কিন্তু কিছু রহস্যের সমাধান উনি করতে পারেননি। ব্যাখ্যার অতীত ঘটনাও পৃথিবীতে ঘটে!